বড় চোর কেউ মারে না
সাঈদুর রহমান লিটন

ছোট বাবু,মেঝ বাবু,বড় বাবু কোন বাবু কম নয়,
অফিসের কেরানি বড় চোর, টাকা দিলে কাজ হয়।
বড় বড় ব্যাংকে  চোরের জ্বালায় আমানত  থাকে  না,
এমন বড় চোর,  অভিশাপে মরে না,কেউ মারে না।

গরীবের টিন চোর, গম চোর, এদের চোর বলতে, আছে মানা,
এসব চোর আবার সমাজের মান্যবর সকলের নয় অজানা।
অফিসে অফিসে পুকুর চুরি হয় জেনেও অনেকে জানে না,
বড় নেতা,ছোট নেতা হাত করে এসব চোর মরে না, কেউ মারে না।

মাল দিলে টাল হয় এদেশের  পুলিশ বাবা বড় চোর,
ইয়াবা হয় জয় বাবা, আবার অন্ধকার হয় ভোর।
পকেটে হাত দিলে কোন গাড়ির  লাইসেন্স লাগে না,
শত শত চুরি করলেও এসব চোর মরে না, কেউ মারে না।

গনতন্ত্র আছে, জনগণ নাই, ভোট আছে, ভোটার নাই,
জিততে হবে যেমন হোক, জিতার জন্য টাকা চাই।
এত গুলো টাকা কোথায় পাই কেউ তো, তা জানে না,
সবাই এসব জানতে পারলেও মরে না,  কেউ মারে না।

পেটের দায়ে চুরি করলে, চুরির টাকায় খাইলে পরে,
সেই শিশুটির মারতে মারতে অবশেষে ফেলল মেরে,
গরীবদের উপর কারো দয়া থাকে না থাকে না,
অত্যাচারী এসব পাপী মরে না, কেউ মারে না।

সিনিয়র শিক্ষক
গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়
মধুখালী ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১