বন্যার পানিতে ভাসমান ঘরের চাল
সাঈদুর রহমান লিটন

মানুষ হাহাকার করে বন্যায়,
ভয়ার্ত আর্তনাদ শোনা যায় বাতাসে।
খড়কুটোর মতো ভেসে যায় গরু ছাগল, হাঁসমুরগি
মানুষ ও থাকে তার সাথে
স্রোতের তাণ্ডবে, অসহায় মানুষ,
ভুলে যায় সাহায্যের আবেদন,
কে কে কোথায় চলে যায় জানে না কেউ।
সাপ আর মানুষের একই আশ্রয়স্থল,
শত্রুতা ভুলে যায় ক্ষনিকের তরে
ধনী-দরিদ্র খায় মানুষের দেওয়া ত্রাণ,
সমান করে দিয়ে যায় বিধাতা,
হিংসা দ্বেষ থাকে না অন্তরে।
অবর্ণণীয় কষ্ট গুলো শরীরে জানান দেয়,
সন্তানদের কান্না অন্তরে কাঁটা হয়ে ফোঁটে,
কিছু করার থাকে না,  বুকের যন্ত্রণা বাড়ে
বন্যায়, বন্যার মতো বাড়ে যন্ত্রণা বুকের ভিতর।
বন্যার পানিতে ভাসমান ঘরের চাল।
পানিতে ডুবে থাকা বাড়ি গুলো ছোট চর মনে হয়
কোন কোন পাখি বসে থাকে সেই চড়ে।
বুকের ভিতর বেদনার ও চর পড়ে
সেই চড়ে বসবার মতো কারো জায়গা থাকে না।
কুমিল্লা, ফেনি, চাঁদপুর  প্রতিটি মানুষের চোখে বন্যা
বুকের ভিতর বেদনার চর হুহু করে বাড়ছে
চোখে মুখে অসহায়ত্ব, ভুলে যাচ্ছে বেঁচে থাকার ইচ্ছা।

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১