বন্যায় সহমর্মিতা
সাঈদুর রহমান লিটন
হায়রে পানি আমার দেশে ঘর বাড়ি যায় ভেসে
পাহাড় পর্বত সমান হলো বন্যার পানি এসে।
গরু মহিষ, পশু পাখি সবই গেল মরে,
শিশু কিশোর বাচ্চা গুলো মরলো জলে পড়ে।
মায়ের কান্নায় বন্যার পানি আরো একটু বাড়ে
লাশ দেখা যায় অশ্রু সজল ডুবন্ত বাবার ঘাড়ে।
ঘরের চালে, গাছের ডালে, আছে মানুষ বসে
ঘর বাড়ি আর বিল্ডিং গুলো যাচ্ছে অনেক ধ্বসে।
পেটের খিদেয় কাঁদতে থাকে সকল ছেলে মেয়ে
কাড়াকাড়ি করছে তারা একটু খাবার পেয়ে।
দলে দলে দেশের মানুষ দিচ্ছে বাড়িয়ে হাত,
কোনমতে যাচ্ছে চলে দুর্গতদের দিন রাত।
কেউবা খাবার, কেউবা পানি কেউবা দিচ্ছে টাকা
এই ভাবেই যে চলছে তলানো এলাকার চাকা।
দেশের মানুষ এক হয়েছে দেখতে লাগে ভালো,
এমন বন্যা যতই আসুক ফুটাবে সবাই আলো।
আবার হবে আমার দেশটা সোনার বাংলাদেশ
রূপ ঐশ্বর্যে উঠবে ভরে থাকবে নাতো শেষ।
গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১