বিজয় উদযাপন করি
সাঈদুর রহমান লিটন

কুয়াশার আঁধারে দাড়কাক উড়ে যায়,
শুকুনেরা বসে দূরে।
ফুল ফোটা বাগানে, ছুটন্ত ষাড়ের থাবা,
কলঙ্ক মিশে যায় মাটির গভীরে,
নাকি হাসতে হাসতে ফুল চাপা পড়েছে পায়ের তলায়!

বিজয় এসেছে দেশে,
উদযাপন করি চাঁপা ফুলে, চাঁপা ফুলে।
কুয়াশা ভেদ করে বিজয় হাসে,
বিজয় কাঁদে।
বিজয়ের প্রলয়োল্লাসে জয়ধ্বনি হারায়,
জয়ধ্বনি বাজুক এই বাংলায়।

গ্রামঃ জগন্নাথদী, পোঃ ব্যাসদী, গাজনা
উপজেলাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১