শরতের প্রকৃতি
সাঈদুর রহমান লিটন
আকাশ জুড়ে শুভ্র মেঘে
করছে নানা খেলা,
রবির আলো যাচ্ছে ঢেকে
আঁধার সারা বেলা।
হঠাৎ মেঘে,বৃষ্টি এলে
ভরছে খাল বিল,
আকাশ হতে আসছে উড়ে
মাছ ধরতে চিল।
অল্প জলে পাট ধুচ্ছে
ভুখা নাঙ্গা চাষী,
দু'মুঠো ভাত খাবার খেতে
খাটছে দিবা-নিশি।
মুক্ত দানা ঘাসের পড়ে
রশ্মি দিলো ঢেলে,
শিউলি মেয়ে ফুলের সাথে
যাচ্ছে খেলা খেলে।
কাশফুলের ধবল সাদা
হৃদয় উঠে গেয়ে,
কলস কাখে রূপ কুমারী
যাচ্ছে দেখো নেয়ে।
গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১