অন্তরে শীতের ভয়
সাঈদুর রহমান লিটন
ভূতের মতো মনে হয়
কুয়াশার আবরণে শিশির জমে
বুড়ো হয়ে যায় মন।
অন্তরে জমে ভয় বরফের মত।
শীতকালে এমন হয়, শীতের ভোর।
প্রকৃতি কুয়াশার চাদর মুড়ি দেয়
অন্তর আঁৎকে ওঠে বুকের ভিতর।
পৃথিবী আঁধার হয়ে যায়,
মনে হয় এসির শীতলে ঘুমিয়ে গেছে,
আড়মোড়া দেয় রবি ।
রবি আসে দেরিতে, কুয়াশা মাথায় নিয়ে,
সমস্যায় সুখ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে।
গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১