তোমাকে ভাবতে ভাবতে ভাবুক হয়ে যাই
সাঈদুর রহমান লিটন

তোমাকে স্বপ্ন দেখতে দেখতে
কবে যে লাশ হয়ে যাই,
তোমাকে নিয়ে ভাবতে ভাবতে কবে যে
পাগল হয়ে দেশান্তরি হই
মেঘ বৃষ্টি, অমাবস্যা, পূর্ণিমা বাধ মানবে না
তখন।
তখন বুঝে নিও কতটা নিংড়ে দিয়েছিলাম
ছিঁটেফোঁটা বাকি না রেখে,
রক্তের অণুতে পরমাণুতে একটি স্রোত বয়ে যায়
উষ্ণতার স্রোত, স্রোতে ভেসে যায় আমার অস্তিত্ব,
জিকিরের বুদবুদ হয় তোমার নাম।
আমি দরবেশ হয়েই যাই তশবিহি হাতে।
তোমার ভাবনা ভাবতে ভাবতে ভাবুক বনে যাই
কবিতার খাতায়, পাতায় পাতায় কল্পিত ছবিতে।


গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১