একমুষ্টি চাল কেও ত্রাণ বানিয়ে দাও
সাঈদুর রহমান লিটন

আমাদের চোখের জলে বাড়বে বন্যার পানি
কমবে না পেটের জ্বালা,
আমাদের উপদেশ ফেসবুকেই বাঁধা পড়ে রবে।
বান ভাসির কাকুতি আসবে না কানে
তাদের আহাজারি তীব্র স্রোতে ভেসে যাবে।
যার যত টুকু সামর্থ্য আছে তাই ঢেলে দাও
হতে পারে একমুষ্টি চাল ও,
একটি রুটি, এক প্যাকেট বিস্কুট,
এক বেলা পেটের যন্ত্রণা কমাতে পারবে একজন।
একটা গ্যাস লাইট ও যদি দিতে পারো তাই দাও
কথা না বলে এগিয়ে যাও, বেঁচে থাকার সাহস পাবে।
সেল্ফি তোলা, বা ভিডিও করা এখন বাদই দাও
এই সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দাও,
সবার মহানুভবতা, মানবতায় রূপ নেবে
ইতিহাস সাক্ষী দেবে, সমব্যথীর হাতে হাত।
ঘরে বসে চোখের জল ফেলে লাভ নেই
দু'কদম এগিয়ে যাও, হাত বাড়াও দুয়ারে
যা পাও তাই হয়ে যাক ত্রাণ,
পৌছে দাও তাদের হাতে,  বাড়িয়ে দাও সাহস
পানিতে নিমজ্জিত সাহস জেগে উঠবে।
এই অনাকাঙ্ক্ষিত পানি একবার নেমে যাবে সাগরে,
চোখের পানি শুকিয়ে যাবে,
আবার মানুষ হাসবে
তোমাদের রেখে দিবে অনন্তকাল বুকের কোটরে।

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১