২৪ এ মুক্তি, স্পাত, কঠিন, মজবুত
সাঈদুর রহমান লিটন

মুক্তির আন্দোলন দেখা হয় নাই চোখে
ইতিহাসের পাতায় পড়েছি, দেখেছি ছবিতে
অনূভুতি ছেয়ে গেছে ভিডিও চিত্রে।
স্বাধীনতার খুনখারাবি, রক্তের দাঁগ
তেপান্ন বছর ভরে শুকায়নি,
এক রক্তের তামাদি গন্ধে ভরপুর ছিল
পুরোদেশ পুরো মানচিত্র।
নখড়ের দাঁগ প্রতীয়মান হতো প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে।
চোখ বাঁধা গামছায়, মুখ আটকানো টেপে
পা বাঁধা শিকলে ৭১ রে স্বাধীনতার নমুনা।
বারে বারে চিল শকুনেরা, চামুন্ডা চন্ডিরা করেছে
রক্তাক্ত, বন্দিশালায় বন্দি স্বাধীনতা,
২৪ এ মুক্তি পেল, মনে হয় উড়াল দিলো।
কত দূর যেতে পারে দেখার অপেক্ষায়...।
আমরা স্বপ্ন দেখে দেখে স্বপ্নবাজ হয়ে গেছি,
শেষ স্বপ্নটা ভালোই হবে স্পাত, কঠিন, মজবুত।

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১