আহ!
তুমি! তুমি! তুমি!

তৃষ্ণার্তের নয়নে একফোটা জলের দ্রোহ তুমি
তুমিতো অপেক্ষার ভূখণ্ডে "না পাওয়ার" চারণ ভূমি

দ্রোহের কর্কশ কন্ঠের বিপরীতে  প্রেমাবেগ তুমি
তুমির অভাবে হৃদয় গুম হয়ে যাওয়া বিরহী আমি

জমিদার প্রথার প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুমি
জানোতো নিয়ম ভঙ্গের অনুশীলনে অনিয়ম আর বিদ্রোহ আমি

সুখের খোঁজে দ্রোহ ভুলে নির্ভরতার ঘাস ফড়িং, যদি হই আমি
তুমি কি হবে গো নারী, জলের সারোদ, সবুজ নরম ঘাস জমি?