প্রেরণা, অনুভূতি, স্পর্শ, শিহরণ
ছিল উষ্ণতা, প্রশান্তির আবরণ
ওসব আজ পিছনে ফেলেছি
তোমায় শেষ দেখব বলে
ছুটে চলেছি
নীলাভ আস্ত চাঁদের আলো
হেটে চলা ব্যস্ত পায়ে
আমি আলগা গায়ে
শুনশান পথে শকুনের বেগ
লাশের গন্ধের আশায়, মৃত আবেগ
তোমার এক নতুন রূপ
ভাবতেই চোখ দুটো অশ্রুসজল
তুমিই বলো?
কে ছোয়াবে আমার গালে
স্নেহের আঁচল।
তুমি আমায় আর কখনো
দেখবে না নয়ন জুড়ে
কেউ আর আমায়
নানু ভাই বলবে না
আদর করে।।