ভালোবাসি বলতে কথা,
শুনতেও লাগে না মন্দ!
কথায় যখন বাড়ে কথা,
তখন শুধুই দ্বন্দ্ব!

মানুষ সকল মনে মনে
রঙিন সাজে সাজায় কথা

কারোর কথায় থাকে অনেক গভীরতা
কেউ আবার কথা দিয়েই; করছে প্রকাশ; বিষণ্ণতা
কারোর কথায় ফুটছে সততা
কারোর কথায় চতুরতা
কারোর আবার বাতুলতা
কেউ বলছে মিথ্যা কথা

যাদু আছে কথায় কারো
কেউ বলছে রুক্ষ কথা
কথার ভিতরেই লুকানো যেনো কপটতা
কেউবা আবার বলছে শুধু কথার কথা

কারোর কথায় লাগছে বিবাদ
সেই কথারই দিচ্ছে কেউ পালটা জবাব
কারোর কথা লাগামহীন, নেই কোন শৃঙ্খলা
মুরুব্বিরা তাইতো বলে, ভালো হচ্ছে অল্প বলা

কেউ কথা; বলছে দেখো; হাসির ছলে
গোমরা মুখে অভিমানীও; কথাই বলে
অভিমানীকে শান্ত করার; কথা কি আর রুক্ষ চলে?
মুরুব্বিরা তাইতো বলে,
অল্প বলা মানুষ গুলোই জ্ঞানীর দলে

সবাইতো আসলে বলতেই চায়; নিজের মতো
সব কথাতেই তাইতো আমি কান দেই না অতো
কেউ কেউ আবার নিজের কথায় নিজেই নত
চট করে তাই সব কথাতে কান দেই না আমি অতো

কেউ আবার কথা দিয়েই জানাচ্ছে হাজার দাবি
শব্দের পরে শব্দ দিয়ে কেউ আবার হচ্ছে কবি