আঁধারের গভীরে অপলক দৃষ্টিপাত
কষেছিলাম অংক খুলে জীবন ধারাপাত
অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম
ভাবছিলাম ভয়ে
ভাবছিলাম ভীষণ সন্ত্রস্ত হৃদয়ে
ভীষণ হত চকিত সন্দেহে আর সংশয়ে
খুঁজছিলাম জটিল অংকের সহজ সমাধান
তোমার ভুল করে ভালোবাসা, আমার অভিমান
ভাবছিলাম স্বপ্নে দেখা স্বপ্ন কি মরণশীল?
নতুন স্বপ্ন, দেখার সাহস হচ্ছিলো না
আঁধারে গভীর নিস্তব্ধতা ছিলো
এবং নিস্তব্ধতা কোন ফুরসত দেয়নি
কানে বাজছিলো একটাই শব্দ
ফিসফিসিয়ে বলছিলো- "ভালোবাসি"
আমিও আঁধারের কানে কানে বলেছি- "ভালোবাসি"
এবং প্রতিধ্বনিত হতে হতে আঁধার বলেছে পূণরায়- "ভালোবাসি"
বিড়বিড় করে শব্দটা ফিরিয়ে দিয়েছি- "ভালোবাসি"
এইতো আমার সাথে আঁধারের কথোপকথন
এরপর আর কিছু নেই