গগণে বেঁধেছে মেঘ, বাতাসে বেড়েছে বেগ
এই দুইয়ের মিলনে নেমেছে বৃষ্টি
এ যেনো বিধাতার অপরূপ সৃষ্টি
বৃষ্টি সুখের উল্লাসে তাই অপলকে দৃষ্টি

সাদা মেঘ কালো মেঘ উড়ে যায় বজ্রপাতের তালে
বৃষ্টি আজ পণ করেছে ভেজাবে জনপদ বানের জলে
খালে বিলে পুকুর নদী কিংবা টিনের চালে
ঝরছে বৃষ্টি সন্ধ্যে দুপুর সকাল সমান তালে
বৃষ্টি বিন্দু ঝরছে দেখো বৃষ্টির জমাট জলে
চোখ ধাঁধানো এই দৃশ্যে আমার হৃদয় দোলে


বৃষ্টি দিনের উল্লাস লুকানো যেনো যাবতীয় দূর্বাঘাসে
বৃষ্টি দিনের মেঘলা রাতে উঁকি দিয়ে চাঁদটাও যে হাসে

বৃষ্টি দিনে ময়ূঁর নাচে পেখম খুলে বৃষ্টি শব্দের ছন্দে
বৃষ্টি দিনের বিকেল গড়িয়ে সন্ধ্যে নামে সোঁদা মাটির গন্ধে

ঝড়ো হাওয়ায় বৃক্ষ লতার নাচন দেখে মুগ্ধ আমার আঁখি
বৃষ্টি অবগাহন; বৃষ্টির সুখ সাজিয়ে তাই পংক্তি মালায় রাখি