আমি কালকূটে ঝরে পড়া
অবহেলিত কোনো বনফুল
আমি হঠাৎ প্লাবনে ধসে পড়া
ইস্পাত কঠিন নদীর কুল

আমি তড়িঘড়ি করে মাটি ভেদ করা
এবড়ো থেবড়ো শিমুল মূল
আমি শশ্মানের পোড়া ভস্ম
সমাজ আর সুশীলের চক্ষুশূল

আমি এক উদ্ভ্রান্ত পথিক
অপ্রাসঙ্গিক যুক্তির সংকল্প
আমি সমাপ্তিহীন কবিতা
অপ্রিয় শব্দে ঠাসা গল্প

আমি রমনীর চোখের বিষ
দিবালোকে দেখা কোনো স্বপ্ন
আমি পরাধীনতার শৃঙ্খল
অমিত্রাক্ষর যাবতীয় ছন্দে মগ্ন

আমি উপন্যাসের নির্বোধ চরিত্র
তবুও নিজেকে জ্ঞানী ভাবা মানুষ
আমি অন্ধকার রাতে ধূসর আকাশে
মিট মিট জ্বলতে থাকা ফানুস

আমি পরগাছার মতো লেপ্টে থাকা
ক্ষণজন্মা কোন শেওলা
শতবার ঠকে বুঝে যাই
আমিতো কারোর কেউ না