সুখ কি কোন হৃদয়ে রিপুর তাড়না?
যার ফল প্রসূ দেয় তোমায় প্রেরণা।
কামেতে ইন্দ্রের জয়,তাহাতে কি রয়
সুখের ঠিকানা? যার নাই কোন ক্ষয়।
ক্রোধানলে দগ্ধ হৃদয়ে থাকে কি সুখ?
বোধহীন ক্রোধ;বোধে অনুতাপে দুঃখ।
স্বার্থের সুখে আত্মা করিয়া বশ লোভে
স্ব-সার্থের পিপাসা মেটেনা পুনঃ ক্ষোভে।
জাগতিক জগতে হইয়া মোহাচ্ছন্ন
কিয়ৎ সুখ কিয়ৎ দুঃখ জীবনে আচ্ছন্ন।
খ্যাতি বিত্তে আপনার দর্পে মত্ত মদ
সুখ বিনা গ্রাসে অহং তাপে যত পথ।
ক্ষিতির লীলা ক্ষেত্র মায়ারই মাৎসর্য
ইহাতেই কি শান্তির প্রকৃত প্রাচুর্য।
ভব সংসারে যেজন বদ্ধ মায়া জালে
সেজন ভুক্তভোগী কাঁন্দে নয়ন জলে।
ভুক্ত ভোগী তিক্ত অতি, সেই সদা দুঃখী
প্রভূ পথে মতি ত্যাগী'ই  পরম সুখী।
***
"অন্তকীর্তি" কাব্যগ্রন্থের অন্তর্গত।
( প্রথম প্রকাশ ২১শে বইমেলা ২০১৬)
কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য