আমি কোন শহীদের কথা করি ব্যক্ত
কাঁহারে হেলায়ে আমি হব কাঁর ভক্ত।
কাঁহারে লুকিয়া রাখি কাঁরে প্রকাশিব
কাঁকে আপন ভাবিয়া মাথায় তুলিব,
কি রত্নের সাথে করি তাঁদের তুলনা?
হে বাঙ্গালি তাঁদের কখনও ভুলনা।
সে সবে মনে হয় আমি করি অভক্তি
তাঁদের মহিমা প্রকাশে মোর ন শক্তি।
জ্ঞাত-অজ্ঞাত দিয়েছে প্রাণ সপে কত
শুচিত প্রাণ নির্দ্বিধায় লাঞ্চিত শত।
কাঁকে স্পষ্ট স্থান দিব পদ্য পরিসর
নির্বাক হইয়া যায় মম কন্ঠস্বর।
শহীদ স্মরণে সহস্র কোটি প্রণাম
স্বাধীনতা জয়ে শহীদের যত নাম।
*** "অন্তকীর্তি" কাব্যগ্রন্থের অন্তর্গত
কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য