দুঃখ ব্যথায় যন্ত্রনায় ভরা কাতর
স্বস্নেহে বক্ষে ধরিয়া করে যে সাদর,
দ্বিধাগ্রস্থ মনে আনে উচ্চ অভিলাষ
অন্তরে অনুর টানে করে হাবিলাষ।
কেবল ব্যসনে নিষ্ক্রয় দর্শক নয়
সখার পাশে দাঁড়িয়ে ঢাল সম সয়।
প্রফুল্ল চিত্তে করে কুশল বিনিময়
প্রীতিডোরে ভেসে ওঠে প্রগাঢ় প্রণয়।
কেবল প্রীতি ভাজন সঙ্গী তারে বলে
যাহার সনে সুভাব নীরবধি চলে।
একে অন্যের ত্রুটি ধৃত আপন মনে
সমাধিত হয় ত্রুটি দু'জনার প্রাণে।
তৎপর হয়ে করে যে স্বার্থ বিসর্জন
সেই-তো সখা অদ্বিতীয় মনোরঞ্জন।
"অন্তকীর্তি" কাব্যগ্রন্থের অন্তর্গত।
কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য