ঔৎকন্ঠ্য ছোঁয়া হৃদয় ঘন অন্ধকার
ঈষৎ ঊষা জীউ তুমি ফল চাও আগে;
ঐ চোখে প্রগাঢ় আশা ভরা অনুরাগে
না ভাবিয়া পরকাল কর অপকার।
আর কত দুঃখ পাব এ জগৎ মাঝার
রঙ ঢং অবলোকন সাধ আরো জাগে;
মনে হয় বেঁচে থাকি মন যত মাগে
নয়ন মুদিলে দেখি আঁধার সংসার।

এইকাল সেইকাল নঞ কোনো কাল
যতদিন গত হয় ঋণ তত বাড়ে;
ডর-নি, ছিল যখন রক্তের গরম।
ঠগে-ঠগে ঠনঠন সকল সকাল
রাতদিন ঝড়বৃষ্টি বোঝা যত ঘারে;
নেই-তো কিছু করার মেয়াদ খতম।

পেত্রার্কীয় প্যানগ্রাম সনেটঃ
কখখক:কখখক::গঘঙ:গঘঙ।
বাংলা তথা বিশ্ব সাহিত্যে প্রথম প্যানগ্রাম সনেট।

প্যানগ্রাম হল এমন এক সাহিত্য, যেখানে যে কোনো ভাষার সব বর্ণ ব্যবহার করে রচিত এক মাধুর্য মন্ডিত রস, যাকে সেই ভাষার প্যানগ্রাম বলে।

কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য