মাগো তোমার মাহাত্ম্য ভুরিভুরি
তব বিভূতি হয়ে প্রভাতি ভবে উন্নতি,
তুমি ছাড়া শূন্য মন্দির সভ্যতার গতি।
মাগো তুমি স্বর্গের ইন্দ্রপুরী
নিত্য সুখের পরশ পাথর,
অটল শান্তি অনন্ত আদর।
মাগো তোমাতে মেশা সুধা আদুরী
শান্তিঘন শোকে-বিষাদ-ব্যসন,
অন্তর পুলকে নাচে দর্শে বদন।
স্নেহ-শাসনে গড়া বিশ্ব নগুরী
মাগো তোমার তরে সভ্য সমাচার,
বিখ্যাত-কুখ্যাত এ জগৎ মাঝার।
মাগো তব গুন জ্ঞান মাধুরী
মহান উদার চেতা কিশোর-নবীন,
স্বভাবে বিনীত সুশীল সমচীন।
মাগো তব আদর স্নেহের কুঁড়ি
অঙ্গে ধৃত মায়ার গড়া সাগর,
ধরিত্রীতে ফুটে প্রীতির আসর।
মাগো তব শাসন নির্মম-থুড়ি
স্ব-চিত্তে করি ধারন ভদ্র শালীন,
সংযমী চেতনা জগৎ মলীন।
মাগো তব সততা শুচি মন মুগ্ধ মুড়ি
সত্য ন্যায়ে গড়ে ওঠা তোমার সন্তান,
নিরপেক্ষ চরাচরে চির কল্যাণ।
কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য
---"অন্তকীর্তি" কাব্যগ্রন্থের অন্তর্গত
(প্রথম প্রকাশ - ২১শে বইমেলা ২০১৬)