কলেবর কত বড় কলরব শুনি
কায়ার বলে বলি মায়ার ছলে চলি;
গুণের গুণে গুণী কিন্তু নির্গুণ উনি
ধরা মিথ্যা ধারা সত্য সত্য বলে বলী।।
কায়া নাই মায়া নাই নাই কলরব
তুমি সত্য আমি সত্য, সত্য প্রাণ সব।।
আমি কিন্তু আমার না মিথ্যা অহংকার
আমি কিন্তু সত্যি তুমি আমি একাকার।।
অতিকায় বাড়াবাড়ি নীচ হীন যত
মশা অতি ক্ষুদ্রকায় দংশে তব কত।।
দংশনে মড়ক আসে কত শত মর
কত বড় হীন তুমি যত কায়া বড়।।
যত বড় হও তুমি যত বিজ্ঞবর
তুমি যাঁর আমি তাঁর মহা বিশ্বম্ভর।।






কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য