জীবন নদীর তীরে ছোট্ট খানি তরী
ভাসা ডোবা নিত্য বেলা উর্মি গড়াগড়ি।
মায়া জলে ভাসা তরী করে টলমল
ভাসা ডুঙ্গির নঙ্গর জলে ছলছল।
আসে যায় একা একা মাঝে মায়া দ্বার
ঘোরাফেরা করে তরী মাঝে সাতবার।
অপূর্ব মায়ার ক্ষেত্র দিবা-রাত্রী সহে
জীবন নদীর তীরে তরী তবু বহে।
কেবা বহে কার তরী? নাহি থাকে মাঝি
যার তরী তার নয় শুধু মিছামিছি।
তরী দিয়ে কিবা হবে? পালে নাই বায়ূ
রিক্ত তরী শূন্য পড়ে ইতি পরমায়ু।
যতক্ষণ মাঝি বয় চলে লীলা খেলা
মাঝি ভাঙ্গে গড়ে তরী নিত্য নব বেলা।
কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য
***চতুর্দশপদী কবিতা সংকলন
---"অন্তকীর্তি" কাব্যগ্রন্থের অন্তর্গত।
(প্রথম প্রকাশ - ২১শে বইমেলা ২০১৬)