বঙ্গীমার বিভূতির আছে কি গো! সীমা শেষ,
বারমাসে ষড় ঋতু,মাগো অপরূপ বেশ।
ব্যোম সম রূপী তুমি, অপূর্ব তব আকৃতি
অনন্ত রূপে সাজাও মাগো তোমার প্রকৃতি।
ভূবন মাজে জাগ্রত তব বিজয় মূরতি
রূপ লাবন্যে অজেয় মাগো তুমি বসুমতি।
বৈশাখ জ্যৈষ্ঠে-গ্রীষ্ম, মাগো হও তুমি রুদ্র
নির্মম উত্তাপে অঙ্গিমা চৌচির তবু ক্রুদ্ধ।
নীলাকাশে রবি ঝরে শুধু অগ্নিঝরা
অন্তর প্রান্তর সিন্ধু কম্পে খাঁ খাঁ খরা।
কখনো কালমেঘে ছেয়ে নীলাকাশ
প্রলয়ংকারী মহাকালে হও তুমি প্রকাশ।
গ্রীষ্ম তুমি রুদ্র অতি ক্রুদ্ধ বঙ্গীমার অঙ্গ
ফুলে ফলে সাজাও তুমি সজীবতার সঙ্গ।
গ্রীষ্ম তুমি ফলের রাজা বঙ্গীমার পূর্ণ্য ডালা
আম-জাম-কাঁঠাল-লিচু গ্রীষ্ম তোমার পালা।
গ্রীষ্ম তব শিহরণে বেলী বকুল কাননে
কবরী-টগর-চাঁপা সৌরভ ওঠে গগনে।
বর্ষা তুমি আষাঢ়-শ্রাবণ ঝর অশ্রুধারা
সজল কাজল আঁখির মতই বর্জ্র বারিধারা।
বঙ্গীমার অঙ্গের ধূলিকনা কুলষিত হাওয়া
শুচিত সজীব বর্ষা তুমি ধুয়ে মুছে কর খোয়া।
রাত-দিন একাকার অঝর বৃষ্টির ধারা
নদী-নালা বারিভরা বঙ্গীমার কোটি সারা।
কত শাপলা ফোটে খাল-বিল-নদীর জলে!
কদম ফুলে বঙ্গীমা রঞ্জিত বরষা ছলে।
কেতকী-কামেনী-কেয়া-কুন্দ-জুঁই ফুলে ফুলে
বরষার সজল পরশে মুখ চায় তুলে।
বাতাবি নেবু-আমড়া-পেয়ারা ও আনারস
বর্ষা তোমার ক্ষণে জাগিছে কোমল পরশ।
শরৎ তুমি পত্রঝরা প্রকৃতি ভরা ভাদর
খোলা আকাশে সাদামেঘ এ মোড়ানো চাদর।
শারদ তুমি আশ্বিনে প্রভাত ভরা শিশির
সবুজ ধানের মাঠে বানে চাষীর জিকির।
পাখ পাখালি -পায়রা সারি শুভ্র বলাকার
কাশফুল-মল্লিকা-শেফালি শারদ তোমার।
পাকা তাল-ঝুনা নাড়িকেল শারদ বঙ্গীমা
শারদ তুমি বঙ্গীমাতার বদল ভঙ্গিমা।
হেমন্ত তুমি আমন ধানের মিষ্টি সৌরভ
বঙ্গীমাতার কার্তিকের নবান্ন উৎসব।
অঘ্রাণে বঙ্গীমার ধানকাটা মারাই পর্ব
চাষিবৌ-চাষীরসোনালী ধানে হেমন্ত গর্ব।
শিউলী-কামেনী ফুলে ফুলে হেমন্ত পরশ
কলা-আমলকীর সূচনা আবেশে দরশ।
সোনালী রোদে ছরাছরি দ্বিপ্তমান শিশির
হেমন্ত অন্তে কুহেলিকা সমাগম নিশির।
কুহেলিকা শীতে বঙ্গীমা দেয় চাদর মুড়ি
হার কাঁপানো নিষ্ঠুর সর্বগ্রাসী হিম বুড়ি।
নির্মম রুক্ষ শীত তুমি পৌষের হর্ষ রব
পিঠা-পুলির রঙ্গে বঙ্গীমা আভাসে সৌরভ।
মাঘ তুমি শীতের নির্দয় নিকৃষ্ট স্বভাব
বঙ্গীমা নিবারণে অতিষ্ঠ প্রকৃতি প্রভাব।
শাক-সবজির রাজা সদায় অমল রূপ
খেজুর রসে প্রভাত অটল স্নিগ্ধ স্বরূপ।
তবক্ষণে ফোটে গাঁধা-সূর্যমূখী-গন্ধরাজ
রজনীগন্ধা-দোপাটি-ডালিয়া-গোলাপ সাজ।
কুল-কামরাঙ্গা-পেঁপে-আঙ্গুর-ইক্ষু-বাদাম
ডালিম ডালে ডালে, ফুলে ফুলে শীত উদ্দাম।
ঋতুর রাজা বসন্ত স্পর্শে বঙ্গীমা জীবন্ত
শীতের শূন্য প্রকৃতি পূর্ণ্য সবুজ দীগন্ত।
রূপরস-গন্ধে বসন্ত বঙ্গে আনো ফাগুন
বঙ্গীমার রূপে বিশাল বিভূতির আগুন।
চৈতে রুদ্র রবির অগ্নিঝরা ক্রুদ্ধ উত্তাপ
ফুটি-তরমুজ-বেল-ডাবে জুড়ায় সন্তাপ।
নব যৌবনা পত্র পুষ্পের সচল বঙ্গীমা
সরস সজীব প্রকৃতির অপূর্ব ভঙ্গিমা।
শিমূল-অশোক-পলাশ-কৃষ্ণচূড়ায় রাঙ্গা
পিকের কুহু  অলির গুঞ্জন বঙ্গীমা চাঙ্গা।
বায়ূ বহে আম কাঁঠাল মুকুলের সুবাস
পুষ্পে মৌমাছি প্রজাপতির রঙ্গিন আভাস।
                
কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য
*** "অন্তকীর্তি" কাব্যগ্রন্থের অন্তর্গত।
( প্রথম প্রকাশ - ২১শে বইমেলা ২০১৬)