যেখানে তুমি ছিলেনা
কখনো এসেছ কি? - জানিনা,
তথাপি তোমার হয়েছে সূচনা।
হয়ত একদিন থাকবেনা
সে কথা কেনই-বা ভাবনা,
যেখানে তোমার আসল ঠিকানা।
কেন আস, কেন ফিরে যাও
তুমি থাকতে কেন চাও,
কি সুখ তুমি পাও?
এসেছ সেই কবে কখন
ভাবনি-তো একটুও তখন,
আবার যাবে ফিরে যখন।
কি আছে কি ছিল তোমার
কি চিন্তা কর বারংবার,
ছিলেনা থাকবেনা ভয় কি পাবার?
তবে এটুকু ভাবতে হবে
তুমি আছ তুমি থাকবে,
শরীরী নয়, কৃতি-কর্তবে।
*** "অন্তকীর্তি" কাব্যগ্রন্থের অন্তর্গত।
কপিরাইট © ২০১৬ এস. কে. সুবল চন্দ্র মামাহাত্ম্য
"I want to live"
Where you were not
What ever are you? - I do not know,
However, you have been introduced.
There will be maybe one day
Why you thought,
Where's your real address.
Why come back to why
Why do you want to stay,
What do you find happiness?
When the time came
Well thought-bit, then
When to go again.
What was your
What do you think oftentimes,
What was not afraid of getting there?
However, at least to think
You will be with you,
It is embodied, by responsibilities & duties .