বুকেতে শাসন রেখে রং মেখেছি আমি
দেওয়ালে দেওয়ালে দেখি তোমরা কত দামি
মনেতে আগুন রেখে ইতিহাসে খুঁজি
স্বাধীনতা কাকে বলে কেমন করে বুঝি!
দশে দশ তোমার কাজে স্বাধীনতা বড্ড লাজে
মন আমার ভীষণ বাজে জাহান্নাম ই খোঁজ
তুমি প্রভু মস্ত পূঁজি, গুঁতো খেয়েও তোমায় খুঁজি
স্বাধীনতা কেলোর টুপি পরছি আমি রোজ
যুদ্ধ আজও হচ্ছে সমান পাল্টে গেছে নীতি
রাজা আজও সুকৌশলে সামলে রাখেন ভীতি
প্রজা আজও পায়ের তলায় আগলে রাখে খুঁটি
তুমি গুরু সিংহাসনে ধরছো প্রজার টুঁটি
@ কথা ও সুর: সুজিত পাত্র