প্রাসঙ্গিক সব মর্কট আকাশ...
ভাস্কর্য মরে গিয়ে নাড়িয়ে দিচ্ছে প্রতিটা ভরপেট রাত
- নিষ্পেষিত মানপত্র
ঠিক মতো বৃষ্টি হলে ইতিহাস ও ধুয়ে যায়
রঙে রঙে আবরণহীন হয়ে পড়ে মানচিত্র,
ভরা পেটে বিচ্ছুরিত হয়
বিধর্মী রঙের চৌকস নকশা
আর
আমাদের
সাত সাতটা মুখ...