দশ জোড়া চোখ দশ দিকে
বিভ্রম আর সংকীর্তন সহযোগে বিলি হচ্ছে ক্ষোভান্ন
দুরন্ত বিপ্লবে পরপারের সহজসিদ্ধ পথ
দশ রাস্তা ধরে তিরতির করে নামছে স্বর্গ রথ
ঐতিহাসিক বিদ্বজ্জনেরা স্বর্গের দরজায়
একমুখ হাসি আর উর্বশী দের আভরন হাতে
অভ্যর্থনায় দাঁড়িয়ে
অস্থির মানবের শব অগ্রভাগের তাড়ায়
দশ রাস্তা জুড়ে কিলবিল করছে
পচনের পোকার মিছিলে,
দশমাথার মোড়ে দাঁড়িয়ে
রক্তিম সৌভাগ্য প্রদর্শনের অপেক্ষায়
স্নান শুদ্ধ পাঠার উপচার
সুললিত পরিবর্তিত পৌরুষ পুষ্পরথে
দশদিক আলো করে উড়ে যাচ্ছে একে একে
সমস্ত ভুখন্ড জুড়ে নাচঘরের যে অভিনব
নকশা তারা রচনা করে এসেছেন
কি অদ্ভুতভাবে তারাই এখন স্বর্গীয় নাচনিওয়ালা