সরীসৃপ প্রজন্ম মাছের গন্ধে সমুদ্র দেখে
সমুদ্রের জল ভরে আনে চোখের কোনে
যার এক পাশে সৈকত অন্য পারে শংকরপুর
রিকশার টানে প্রেমিক উড়ে আসে,
সঙ্গে প্রেয়সী দুপুর
লঘু শীৎকারে ঝিনুক শুকোয়, মুক্তো গড়ায় বিছানায়
এ সকাল সকালের মতো নয়, হতে পারে চৌরঙ্গী
এ মিছিল প্রহর বোঝেনা, বোঝে মুহূর্ত বিলাস
বাজনার তালে নেচে চলা কাঠি বোঝে শুধু নিরন্ন উল্লাস।