বৃষ্টি শুরু হলে, ভিজব না আর ভাবি
বুক ভিজে যায়, শুকনো চোখে কবি
ছাদের কোনে মন বসে রয়, দৃষ্টি অপলক
অন্যপাড়ায় চাঁদ ওঠে রোজ, কান্না পলাতক
হিসেব এখন একপাশে রয়, অন্যপাশে ঢেউ
ঢেউয়ের টানে ভাসছি আমি ,ভাসছে অন্য কেউ
টান ছিল রোজ, ভাঁটার ব্যথা, জোয়ার ছিল বুকে
এখনো এই কালের তটে হৃদয় পড়ে থাকে।