বাড়িয়েছো সুগন্ধ পলাশ আর পিঠেতেল বিকেল
সবার কানেকানে বলি,
রঙ ছাড়া কিছু নেই আমাদের
সোনামুখী চাল ছিল, ওরা নিয়ে গেছে...
প্রতিটি সন্ধানের মর্মে মর্মে করুণা
কতবার বলেছি বৈকল্য দূরে রাখো,
এখন দুয়ো ধরতে গেলে ষোলোয়ানা অচল
প্রসাদী পিচকারি হাত পেতে পেতে নাও...
দাদনের রাতে এসো পায়সান্ন ঘুম সেরে নিই
খুচরো ভোরের বিনিময়ে ঘন্টা কিনেছে
গলবস্ত্রে আঁচল প্রদীপ, আমাদের রোদ,
হৃৎপিণ্ড বদল হয়েছে ওদের...