জোনাকির বাসাবাড়ি ঘুরে এলাম, কোনো মোহ নেই
জ্বলন্ত ফসফরাস শুধু শরীরের সান্ত্বনা
এইবার ভোর হবে
পুকুরে কনুই ডুবিয়ে পাড়ে উঠব
জলের সর ভেঙে কোলাহল করবে শ্লেষ্মা
আজানপল্লী অথবা হরিডাঙ্গা গ্রামে তখনো অন্ধকার
শুধু কয়েকটি বেচারা কর্মপাগল আলো জ্বালাতে চায়।