ফাঁকা ঘরে চোর আসে, সন্ন্যাসী না
পুজোর গন্ধে পুরুতের চোখ চিকচিক করে
ব্রাহ্মণ নির্বিকার।
ওহে শ্যামল বাংলা তোমাকে আজন্ম চিনি
তোমার ভাঙা ডালে খেলে যায় কিশোর
কবি চেয়ে রয় মগডালে বেঁধা ঘুড়িটির দিকে
মানুষ হাসে প্রসাদের ঘায়ে
কবি গান গায় বিরোধী শিবিরে
চেনা পথ আরো বেশি করে চেনাবার তালে
কেউ বলে চলে অবিরাম
কেউ বা নকশা ছেড়ে খুঁজে ফেরে নতুনের স্বাদ
অবিরাম আহ্বানে ছুটে চলে
মোটা দাগে রাষ্ট্র্ববাদ, মায়ের আঁচল, মধুমাখা দিন
তোমার শ্যমলিমা মায়াচোখে বিরহ ছড়ায়,
কবি বসে রয় মগডালে, অতিক্রমের পথে...