ঘুরপাক খেতে খেতে গ্রাম বেঁকে গেছে বাঁয়ে
ডানদিকে ভাঙা স্কুলঘরে চৈতন
গান গায়, গল্প বলে - ভোররাতে একা একা
লালুর হাতে গড়া চালচিত্রে মিহির
মা কালির শরীরে চিটে মাটির প্রলেপ দেয়
খালি গায়ে তিনটি বালক শেয়াল বানানো শেখে
শেখে, দেবী শুধু মানুষের মাথা কাটে
আর শেয়াল সেই রক্ত খায়
দেবীর সখিরাও পায় রক্তের স্বাদ
নিঃশব্দে শিশির নামে হেমন্তের রাতে
সংবাদে ছাপা চলে ভক্তের হাতে
দেবদেবীর হত্যারহস্যের ইতিবৃত্তান্ত।