বাড়ি বদলে যায়
চোখ বদলে যায়
ইচ্ছের ও বদল হয়
যোগ- ভাগ শিখে গেলে।
এজন্যই তালে থাকি
পাটিগণিত ভুলে মেরে দেওয়ার।
স্ত্রী ভুলতে দেয় না-
জল শোধন যন্ত্র ঘাড়ে চেপে বসে
শিমলা- মানালি দূর থেকে গালি গালাজ করে
মেলানোর সূত্র ভাৱতে ভাবতে সন্ধ্যা নেমে যায়
সন্ধ্যা শঙ্খ বেজে ওঠে
দু ধারে দুটি প্রদীপ
একই ঈশ্বরের আরাধনায় জ্বলে ওঠে
মাঝখানে সন্তান আর স্বামী
আড়াআড়ি ভাবে একটি যুক্তচিহ্ন হয়ে পড়ে থাকে