বুদ্ধদেব বসুর কলমে
‘এইমাত্র হয়ে গেল’ ধরনের
একটা লেখা পড়লাম।
হওয়াগুলো কী অদ্ভুত ভাবে সহজ
ঢেও-এর মতো সহজেই ধরা যায়
অথবা নোটবুকে রক্ত চাপের হিসেব
সহজেই , হয়ে যায়
‘তোমাদের হিম’ এর সঙ্গে মিলিয়ে
‘আমাদের ডিম’ লিখলেও হয়ে যায়
আস্ত একটা কবিতা হয়ে যায়
জ্বর এলে রোজ বোতোল বন্দী হই
সমস্ত ফারেনহাইট-প্যারাসিটামল
হিসি কিসি অথবা কার্তিকের চাদর,
হিজিবিজি ড্রয়িংরুম হয়ে যায়
কাব্যকণা...হয়ে যায়...