এ ভাবে রাত আগলাতে আর ভালো লাগে না
জেগে থেকে শুধু অন্ধকার সরে যেতে দেখছি
অথবা এও আমার দেখার ভুল
অন্ধকার আর সরছে কই
চোখের সামনে কালো মিউজিক সিস্টেম ছাড়া
উজ্জ্বল কোনো গোর্কি দেখছি না
উজ্জ্বলতা কিছু কিছু আছে
যেটা শুধু আমার চৌহদ্দিকে দেখায়
এসব অসহ্য লাগে এই অসুখে
নতুন কোনো অন্ধকার
যেখানে রাত্রি পাক খেতে খেতে
আলোর সখ্যতা নিয়ে সমান্তরালে
ঘুরবে আমার ব্যাবচ্ছেদের দুই প্রান্তে...