এই যে সময় বিভ্রাট, বৃদ্ধ শহরের গোড়ালির জল
শীতের অসুস্থ ফাটল জুড়ে আঘাতের প্রশ্নে ত্রিধা
চোখে মুখে বঙ্গীয় মননের চিহ্ন মাখা রোগা পাগল
ভাসতে ভাসতে স্বাবলম্বী গ্রাম পেরিয়ে
শ্লোগান তোলে- "তোর মাকে ..." এরকমই সংযম
কৃষকের কোদালে লেগে থাকে মাটির জীবন
আর্দ্র সংকেত প্রহারেও ফিরে ফিরে আসে ঘরে
অথচ সমস্ত ব্রহ্মপথের অজস্র বিভাজনের শেষেও
ঘর নেই কোনো... শুধু তুলসীর মঞ্চ
দীপ হীন মায়েরা জেগে থাকে...