একটু আলো জ্বেলে দাও
সামনের পথ টা একটু পরিষ্কার করে দেখি
একটু আগুন এনে দাও
নিজেকে পুড়িয়ে শুদ্ধ করি আবার
শৈশবে মা শিখিয়েছিলেন-
অ-এ অজগর আসছে তেড়ে
ইঁদুরছানা ভয়ে মরে-- এখনো সেই ভয়
কখনো মরশুমি ফুল, অথবা
হেমন্তের পাতার মতো ভয়
আঘাতে আঘাতে ঝরঝরে কাঠখোট্টা গাছগুলো
শরীরের শেষ শক্তি দিয়ে যেমন আবার নিজেকে সাজিয়ে তোলে
সমস্ত প্রাণশক্তি দিয়ে নতুন ফুল ফোটায়
কচি পাতার সমারোহে নীরবে প্রতিবাদ জানায় আমাদের
আমরা যারা প্রতি মুহূর্তে আমাদের সাজানো অসুখ সারাতে সবুজ খাচ্ছি
আমাদের রাক্ষুসে ক্ষিদে প্রতি মুহূর্তে চিবিয়ে খাচ্ছে আমাদের ভবিষ্যৎ
জরাজীর্ণ কাঠামোতে প্রতিমার মতো রাঙাচ্ছি শহর- শরীর- এবং আত্মরতির সমস্ত কৌশল
সেই আমাদের চেতনায় বসন্ত আসুক
আবির রঙা আগুন ঐতিহ্য বাঁচিয়ে অতীত পোড়াক
ছাই থেকে জেগে উঠুক নবীনের সুর-
"ওরে গৃহবাসী খোল দ্বার খোল..."