সাবধানে চলো মাতঙ্গী তোমার শান্তি নাই
ছেঁড়া জামা ছেঁড়া পথ একটা চাকরি চাই
রোজ রোজ যত দেখি তত বাঁধি বুক
ভাঙা হাঁড়ি বোতল সখা একটু খানি সুখ
কেলিয়ে দাঁত বুলিয়ে হাত এসেছিল যারা
পাছায় গন্ধ আতর ঢালে-উজবুক দিশেহারা
নষ্টলজিক জীবন দাতা এলোপ্যাথি ঘুষ
কড়া ডোজে মরছি শুধু থাকছে না আর হুঁস
কত রোজ মাগনা জীবন তেল জোটে না আর
তেলিয়ে চাকা ধরিয়ে হুঁকা টানি যে আরবার
রাবন গুষ্টি স্বল্পে তুষ্টি? মেটেনা তার খাঁই
নিত্য পূজি স্বস্তি খুঁজি-কাছারি কামাই নাই
এমনি ধারা চললে কদিন সুবুদ্ধি সব বাঁচে
বেদের হাসি সাপের হাঁচি দুহাত তুলে নাচে