তুমি আলতা তুমি পায়ের রেখার সাজ।
তুমি পায়ের নূপুর তুমি ছন্দে ফেরানো উচ্ছাস।
তুমি তিব্র গ্রীষ্মের রজনীর মিষ্টি শীতল হাওয়া।
কোনো এক বৃষ্টিভেজা সকালে দীর্ঘ বাসনার পর তোমার সাথে আমার হঠাৎ দেখা হওয়া।
তুমি বর্ষার ভরন্ত নদীর মাঝের এক নাওয়া।
কোনো এক শীতের সকালে মিষ্টি রৌদ্র হয়ে আমার তোমায় ছোয়া।
তুমি দীর্ঘ শীতের পর এক পোষলা বৃষ্টি।
তুমি আমার জন্য শ্রষ্ঠার এক অপরূপ সৃষ্টি।
তুমি কোনো এক বৃক্ষের সারা বছরের হরেকরকম সাজ।
তুমি রামধনুর ওই হারিয়ে যাওয়া রং তুমি বসন্তের নীলাঞ্জনা আজ।