আমি ছাড়া যেথায় শান্তি পাও ছুটিয়া যাও তাহার তরে।

  তৃণলতার ন্যায় মাথা নাড়িয়া উঠিয় তাহার দেহজুড়ে।

আমি রাতের তারার মত রাতে জ্বলিয়া উঠিব মিটি মিটি আলো নিয়ে সারা আকাশ জুড়ে।

আমার আলো বিচ্ছুরিত হইবে তোমার তৃণলতায় বয়ে যাওয়া শিশির জুড়ে।

তখন তোমার নয়ন অশ্রুসিক্ত হইবে আমার তরে।

আমি তখন আকাশের তারা তোমার থেকে বহু দূরে।