এসেছে বরষা নূপুর পায়ে
চাষীরা পেয়েছে সাড়া ।
বাতাসে লেগেছে খুশির গন্ধ
মাঠে মাঠে জল ভরা ।।
পেয়েছে চাষি খুশির খবর
আসবে ঘরে ধান ।
পাবো মোরা দু-বেলা খেতে
তাই, আনন্দে মেতেছে মন ।।
খুশিতে ভরেছে খাল-বিল নদী,
চারিপাশে কাশবন ।
পেয়েছে তারা আশার আলো
ধন্য হবে জীবন ।।
নদী চেয়েছে এ খুশি নিয়ে
প্লাবন আনব মহাবেগে ।
কাশফুলের মন আনন্দে ভরা
সাজাব নতুন সাজে।।
ব্যঙের ডাকে ভরেছে খাল-বিল
চাঁদের আলোয় গগন ।
মেঘেরা সেজেছে রঙিন সাজে
সাথে রয়েছে পবন ।।
এ, এসেছে যাদের দুঃখ নিয়ে
তাদের গানও গায় ।
পড়েছে যাদের মাটির বাড়ী
ভেসেছে যাদের গাঁয় ।।
হয়েছে যারা অনাথ বর্ষায়
তারা কি আছে খুশি?
পেয়েছে যারা অগাধ দুঃখ
তারা, করবে কারে দোষী ।।
এমনও দুঃখ দিয়েছে বর্ষা
যারা ঘুমোতে পারে নাই রাতে ।
ঘর নিয়েছে দুষ্ট রানী
মেরেছে তাদের ভাতে ।।
আনন্দ পেয়েছি আমরা সবে
যারা বসে আছি আট্টালিকায় ।
গায়ছি তাই আনন্দের গান
বর্ষা আসার নেশায় ।।
যে চাষীরা হয়েছে খুশি
তারাও পেয়েছে দুখ ।
করবে কিআর দুঃখে বসে,
যদি পাই এক টুকরো সুখ ।।