মোদের সাধের এই বাংলা
কেন দু ভাগ হলে?
স্নেহ প্রীতি ভালবাসা নিয়ে
সুখে বেশ ত ছিলে।
ফলাতে মাটিতে সোনার ফসল
গাছ ভরাতে ফলে ।
রাখতে কত শিশুরে তুমি
তোমার কোমল কোলে।
বয় ত হেথা ছোট ছোট নদী
ধরত জেলে মাছ ,
এ আমাদের সোনার বাংলা
বলতে পারি না আজ ।
কত শিশুরে দিয়েছ জনম
অমর করেছ যাদের ।
দু-ভাগ হয়ে নাম হারিয়েছ
ভুলতে বসেছি তাদের ।
গঙ্গা প্দ্মা এক হয়ে ছিল
এক ছিল তাদের কূল ।
তাদের মাঝে ফাটল থরাতে
কারা করেছে এমন ভূল ?
তোমার বুক চিরে যারা-
করেছে তোমায় ভাগ ।
তাদের তুমি করো না দয়া
করো না কখনো মাফ ।
বউল কত গায়ত গান
এক মিলনের সুরে ।
গায়বে কে আর মিলনের গান
শুনতে পাবো কবে ।
তোমার ঘরে ঘরে সন্ধ্যায়
জ্বলত শত আলো ।
আজও জ্বলে প্রদীপ এখানে
তবে সে, দেখায় না ভালো ।
পাখিরা গায় সেই মিষ্টি গান
যেখানে গায়ত তারা বসে,
মিষ্টি হলেও লাগে না মধুর
বাংলা ভাগের শেষে ।