নারী মোদের মাতৃ স্বরূপা
নারী দুর্গার রূপ ৷
নারী মধ্যে জগত সংসার
নারীতে বিশ্বরূপ ৷
তবে কেন আজ নারীর এ দশা -
কেন তারা অসহায় ?
যারা জন্ম দিয়েছে জগত সংসার
তারা কেন দুঃখ পায় ৷
রাস্তা তাদের নয় তো স্বাধীন
সমাজ নয় নির্ভয় ৷
নেকড়ের মতো ঘুরছে মানুষ
করতে ধরাশয় ৷
রোজ খবরের পাতায় থাকে
হয়েছে নারী খুন ৷
করেছে হত্যা নিজ সন্তানের
সেটা- শিশু কন্যার ভ্রুন ৷
ইতিহাসে নারী কষ্টের
কাহিনী আছে গাথা ৷
যার কারনে ফেটেছে মাটি,
সে জনক নন্দিনী সীতা ৷
পুনরায় কি ফাটবে না মাটি
আসবে না সীতা ফিরে ৷
আসবে নাকি নারী নিজ শক্তি নিয়ে
বাংলার ঘরে ঘরে ৷
চলবে কি দেশে রাবণের রাজ
হবে রাবণের জয় ৷
আসবে না কি বানর সেনা
তাদের করতে পরাজয় ৷
লাগবে না কি আগুন
তাদের লংকাপুরীতে ,
পুড়ে হবে না কি ঝারখার
পাবে নাকি মেয়েরা মুক্তি এবার,
যাদের গর্ভে সৃষ্টি-
এই বিশ্ব সংসার ৷