মোদের পাগলামি তে
ঋতু হয়েছে পাগল পারা ।
আষাঢ়ে আসে না মেঘের রাশি
শ্রাবণে জলের ধারা ।।
গরমে রোদের চোখ রাঙানি,
জীবন ওষ্ঠাগত।
শীত যেন তাই না আসতে চাই
যেমন আসত আগের মতো ।।
আকাশের পানে চেয়ে চেয়ে কৃষক
গুনে বর্ষার ক্ষণ ।
দেখবে কবে মেঘের তলায়
নামবে বরিষণ ।।
বসন্তে কোকিল ডাকে এখনো,
তবে থাকে না সেই সুর ।
ভেঙেছি মোরা তাদের বাসা
করেছি তাদের দূর।।
পলাশের লালে লাল হ’ত বসন্ত
পলাশ থাকত সারি সারি।
কেটেছি মোরা তাদের মুণ্ড
করেছি সেখানে বাড়ী।।
শরতে ঝরে শিশির কণা
চোখে না দেখা যায় ।
বাতাসে থাকে না শিউলির বাশ
এটাও মোদের ইচ্ছায় ।।
মোরা করেছি তাদের ধ্বংস -
করেছি তাদের লয় ।
করেছি মোরা শপথ -এবার
মহা বিশ্বে -
আনব মোরা প্রলয় ।।