হিন্দু-মুসলিম ভাই ভাই বলে
করিস তোরা বড়োই ।
ধারাল কুঠার দিয়ে আঘাত,
হানিস- গাছের গোড়ায় ।।
প্রশাসনের বেড়া দিয়ে
রাখিস তাদের ঘিরে ।
ভাবিস, এতেই পাবো মুক্তি মোরা
আসবে শান্তি ফিরে ।।
আল্লাহ র দরবার দিয়ে, যাতে
ভগবান না যাই ।
তার ই জন্য রাখিস তোরা
সিপাহী পাহারায় ।।
একই ঘরে তুলেছিস তোরা
উঁচু করে দেওয়াল ।
ভাইয়ে ভাইয়ে লড়ায় লাগিয়ে,
পেতেছিস বিভেদের জাল ।।
ভাল বাসার মন্ত্র কেন, তোরা
দিস না তাদের কানে ?
হিংসা করলে হয় না কিছু
সে শুধু জীবন হানে ।।
ভগবানের নামে নাই তো বাধা
জানিস তোরা ভাল ।
আল্লাহ - ভাগবান নয় তো পৃথক
তবে কেন দেওয়াল তোল ?
আসবে একদিন সেই শুভ দিন
দেখবি তোরা চোখে ।
ভাইয়ে ভাইয়ে প্রেমের বানে
দেওয়াল গেছে ধ্বসে ।।