কৃষ্ণের ব্রজ ধামে
দিবানিশি কৃষ্ণ নামে, বিভোর ব্রজবাসিগন।
আছে কৃষ্ণ মন্দির হেথা
কত -শত কাহিনী গাঁথা সেথায়, সকাল-সন্ধ্যা হয় সংকীর্তন।
দ্বিজ ব্রজধামে আসি ভজন করে সদা হরি,
কিছু নাই সম্বল তার।
ভজন করিয়া শেষে , চাল ডাল দেয় এসে পাটোয়ারি শেঠ উপহার।
তা নিয়ে সঙ্গে করে ধীরে ধীরে কুটিরে ফেরে এতেই চলে তার সংসার।
রাধা কৃষ্ণের গান গায় তাতেই দ্বিজ শান্তি পায় ।
আর কিছু না থাকে মনে।
সংসার ছাড়িয়া এসে বাসা বাঁথে হেথা এসে
দিন চলে যায় ব্রজ ধামে।
এ হল ব্রজ ধাম, মিলে গায় কৃষ্ণ-নাম ব্রজবাসি, আর সাধুজনে।
সংসারের দুঃখ ব্যথা মুছে ফেলে হেথা - সদা রাতুল চরণ রাখে মনে।