পর্দা করিও তোমরা
ওহে মায়ের জাত,
যদি পেতে চাও তোমরা
আখিরাতে নাজাত।
পর্দা হলো নারীর ভূষণ
যেনে রেখ বোন,
পর্দা করিও সকলে
তোমরা সারাক্ষন।
পর্দা করলে কমে না
নারী জাতির মান,
পর্দা না করলে নারী
হয় যে অপমান।
পর্দা করলে রক্ষা পায়
অনেক পাপাচার,
পর্দা না করলে নারী
হয় যে গুনাহগার।
তৌফিক দিও তুমি সবার
ওহে মেহেরবান,
পর্দা যেন করতে পারে
নারী-পুরুষ, সমানে সমান।