মা হলো শ্রেষ্ঠ সম্পদ
জেনে রেখ ভাই,
মায়ের মত এমন আপন
ত্রি-ভূবনে নাই।
গর্ভে ধারণ করেছে মোদের
দশ মাস দশ দিন,
কোনদিন ও শোধ হবে না
সেই মায়ের ঋণ।
মায়ের কাছে শিখেছি মোরা
প্রথম বলা কথা,
মায়ের মনে দিওনা যেন
কেও কখনো ব্যাথা।
মাকে যেন বলিস না
কেও কটু কথা,
তবে ক্ষমা করবে না
ঐ মহান বিধাতা।
কান খুলে শুনে রাখ
ওহে মানব জাতি,
মাকে ব্যাথা দিলে তোদের
হবে অবনতি।
তোমার কাছে শেষ ফরিয়াদ
ওহে মেহেরবান,
আমার মাকে দিও তুমি
জান্নাতে স্থান।