ওই যে দূরে, দিঘির পাড়ে
তাল সারিতে রই,
দাঁড়িয়ে একা, ভ্যাবাচ্যাকা,
চাঁদের আলো কই।
গাঢ় আঁধার, ঝি ডাক হাজার,
ভয়ে কাঁপে বুক,
জোনাকি পোকায়, পথ দেখায়,
হাসিই ভরে মুখ।
বায়ুর তোড়ে, পল্লব সরে,
দেখা যায় চাঁদ,
কান ধরি ভাই, আর যাব নাই,
তালসারির বাঁধ।